আগরতলা, ৩ ডিসেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলো জহর মিয়া (৫০)। বোধজংনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে তাকে শেষ রাতে আটক করা হয়। ঘটনাটির তদন্তে সোনামুড়া থানা, আমতলী থানা এবং বোধজংনগর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে।
ঘটনাটি ঘটে গত ১ ডিসেম্বর ২০২৫, বিকেলবেলায় সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। অভিযোগ অনুযায়ী, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত জহর মিয়া। তিনি ওই নাবালিকার বাড়ির পাশেই দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। ঘটনার দিনও কাজের অজুহাতে বাড়ির চারপাশে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ।
পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সুযোগ বুঝে তিনি ঘরে ঢুকে নাবালিকাকে নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। ছাত্রীটি কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে বাথরুমে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়। তার চিৎকার শুনে ছুটে আসেন ছাত্রীর ঠাকুমা। তাঁকে দেখে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোনামুড়া থানায় নতুন বিএনএস আইনের সংশ্লিষ্ট ধারা এবং পক্সো আইনের অধীনে মামলা রুজু করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

