২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দু’টি অতিরিক্ত ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ ডিসেম্বর: রাজ্য সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালে সরকারি কর্মীদের জন্য দু’টি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে, যাকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহার সৌজন্যমূলক ও দৃশ্যমান সহানুভূতিশীল সিদ্ধান্তের বলেই মনে করছেন সকলে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের কল্যাণ ও পারিবারিক–সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, লক্ষ্মী পূজা পড়েছে রবিবার, ২৫ অক্টোবর ২০২৬। যেহেতু রবিবার সাপ্তাহিক ছুটি, তাই উৎসবটি সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে সোমবার, ২৬ অক্টোবর ২০২৬-কে ক্ষতিপূরণমূলক ছুটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

একইভাবে, দীপাবলির অনুষ্ঠান এবারে , ৮ নভেম্বর ২০২৬, যা রবিবার। সরকারি কর্মীদের সুবিধার্থে এবং উৎসব উদযাপনে কোনো বিঘ্ন না ঘটাতে, সোমবার, ৯ নভেম্বর ২০২৬-কে সরকার অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করেছে।

এই দু’টি অতিরিক্ত ছুটি মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, কর্মীদের পারিবারিক জীবন ও কাজের ভারসাম্য রক্ষায় তাঁর অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।