ধলাই জেলায় নেশা-বিরোধী অভিযান: দুই গাড়ি থেকে ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ২৯ নভেম্বর : ধলাই জেলার গঙ্গানগর থানার নাকা পয়েন্টে শনিবার প্রতিদিনের মতোই তল্লাশি অভিযান চলাকালীন বড় ধরনের মাদক উদ্ধার হয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে টিআর-০১-০৭৫৯ নম্বরের একটি গাড়ি। গন্ডাছড়া থেকে আমবাসার দিকে আসার সময় পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যায়।

পুলিশের ধাওয়ার পর গাড়িটি পূর্ণজয় পাড়ায় গিয়ে থামে এবং চালক সেখান থেকে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ টিআর-০১-সিএ-০৭৬৩ নম্বরের আরেকটি গাড়িও দেখতে পায়। পরবর্তী তল্লাশিতে দুটি গাড়ি থেকেই বিভিন্ন প্যাকেটে মোড়ানো মোট ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করায় সন্দেহভাজন হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিনের অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। উপস্থিত ছিলেন ওসি গৌতম দেব্বর্মা, ইন্সপেক্টর বাবুল মহাজনসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

দুটি গাড়ি থেকেই বেশ কয়েকটি নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।