সচিবালয়ে সংবিধান দিবস পালিত

আগরতলা, ২৬ নভেম্বর: সারা রাজ্যের সাথে আজ সচিবালয়েও ‘সংবিধান দিবস’ পালন করা হয়। এ উপলক্ষ্যে সচিবালয়ের ২নং কনফারেন্স হলে মুখ্যসচিব জে কে সিনহা উপস্থিত সকলকে ভারতের সংবিধানের প্রস্তাবনার অংশ পাঠ করান।

অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি ডার্লং, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, আইন দপ্তরের সচিব শঙ্করী দাস, গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস, সাধারণ প্রশাসন (সচিবালয় প্রশাসন) দপ্তরের যুগ্ম সচিব অসীম সাহা সহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারিগণ অংশ গ্রহণ করেন।