প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই বিধান ভৌমিককে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই বিধান ভৌমিককে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত। রবিবার গভীররাতে রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। ভুয়ো আধার, ধর্মান্তরকরণ, স্ত্রী নির্যাতন নারী প্রচার সহ
বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করে হয়েছিল।

এও অভিযোগ উঠেছে যে, বিধান কুমার ভৌমিক অর্থাৎ প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই বেআইনিভাবে বাংলাদেশ গিয়ে বিয়ে করেছিলেন। নিজের নাম পাল্টে ২০০১ সালে তিনি মিজানুর রহমান নামে রূপান্তরিত হয়েছিলেন। বাংলাদেশের আঁখি বেগমকে বিয়ে করে, সেখানে প্রায় দশ বছর থেকে আগরতলায় চলে আসেন তিনি। এখানে আসার পর তার স্ত্রী ও নাম পরিবর্তন করে হয়ে যান আঁখি ভৌমিক। এমনকি বিধান ভৌমিক আধার কার্ডে প্রতিমা ভৌমিকের বাবার নাম নিজের বাবার নাম হিসেবে ব্যবহার করেছেন। সবকিছু উল্লেখ করে আঁখিদেবী রবিবার শহরের মহিলা থানায় এফআইআর দায়ের করেছেন।

স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে, রবিবার মহিলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে বিধানের নামে। কেইস নং-২০২৫ ডব্লিউইএ ০৫৭। ভারতীয় ন্যায় সংহিতার ৮৫, ১০৯, ১১৭ (২) এবং ৩৫১ ধারায় মামলা হয়েছে।

অভিযোগ, তিনি সেখানে বেআইনিভাবে বাংলাদেশ গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। সেখানে জেল খেটেছেন। এপারে ফিরে এসে তিনি আবার হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং স্ত্রীর অভিযোগ মোতাবেক, নিয়মিতভাবে পারিবারিক অশান্তি সহ বিবিধ অবৈধ কার্যকলাপে যুক্ত রয়েছেন। স্ত্রীকে বিধান ভৌমিক শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। পাশাপাশি স্ত্রী সন্তানের কোনো ভরণপোষণ ও প্রদান করেননা বলে অভিযোগ।

Leave a Reply