আগরতলা, ২৩ নভেম্বর: জম্পুইজলা বাজারে রাজনৈতিক সংঘর্ষে আহত সুমন দেববর্মাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। তিনি মথার কর্মীদের হিংসাত্মক ঘটনা থেকে দূরে থাকতে হুশিয়ারি দেন এদিন।
উল্লেখ্য, জম্পুইজলা বাজারে বিজেপি অফিস ও কর্মীদের উপর আক্রমনের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুমন দেববর্মা। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত সুমন দেববর্মা এখনো জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে আজ জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। যদি প্রয়োজন হয় আরো উন্নত চিকিৎসা প্রদান করা হবে সুমনকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি মথা কর্মীদের এধরনের হিংসাত্মক ঘটনা থেকে দূরে থাকার হুশিয়ারিও দেন তিনি।

