দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা, দুর্নীতিতে জড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর: দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতির নতুন অস্থায়ী কমিটি গঠিত হয়েছে। মোট ১২ সদস্যের এই অস্থায়ী কমিটি পরামর্শদাতা কমিটি ও কার্যকরী কমিটি মিলিয়ে গঠিত হয়েছে। এডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা, আর কার্যকরী কমিটিতে রয়েছেন বাজারের সক্রিয় ব্যবসায়ী সদস্যরা।

নতুন কমিটি ঘোষণার পর গুরুত্বপূর্ণ বার্তা দেন আগরতলার মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দেন—নতুন কমিটির কেউ যদি দুর্নীতি বা অনিয়মে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারের স্বচ্ছ পরিবেশ, ব্যবসায়ীদের স্বার্থ ও শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসনের এই কড়া অবস্থান বলে জানানো হয়।

বাজারে শৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দখল রোধ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এই নতুন কমিটি এগিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র।

এডভাইজারী কমিটিতে আছেন, ১. অমিত চৌধুরী (নবদয় সংঘ ক্লাব), ২. চন্দন দাস (নিউস্টার ক্লাব), ৩. উৎপল দত্ত (নবজাগরণ ক্লাব), ৪. জহর চৌধুরী (নিউবয়েজ ক্লাব)

কার্যকরী কমিটিতে রয়েছেন, ১. ভভতোষ সরকার (কনভেনার), ২. শুভ্র পাল (সদস্য), ৩. আশু দাস (সদস্য), ৪. সেখর দেব (সদস্য), ৫. রাঞ্জু ঘোষ (সদস্য), ৬. মরণ ঘোষ (সদস্য), ৭. বিমল রায় (সদস্য), ৮. কালীদাস পাল (সদস্য)।