নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা দ্বাদশ শ্রেণী পড়ুয়া ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ নভেম্বর:
রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনি এলাকায়
নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণী পড়ুয়া দিনমজুর পরিবারের মেধাবী সন্তান সুকান্ত দেবনাথ (১৮)পিতা সত্যরঞ্জন দেবনাথের

একমাত্র সন্তান সত্য রঞ্জন এবং বিউটি দেবনাথ এর ছেলের মৃত্যুতে বুক ফাটিয়ে অনবরত চিৎকার করে কান্নায় ভেঙ্গে পড়ছেন পরিবারসহ গোটা এলাকাবাসী।ঘটনায় শোক স্তব্ধ কামরাজ কলোনী এলাকা।তিন মাস আগে সুকান্ত দেবনাথকে স্কুলের মধ্যে তারই সহপাঠীরা মারধর করেছিল। এরপর থেকে সে মনমরা হয়ে হামেশাই নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রাখতো। একা একা চলতো সে।

হঠাৎ করে রবিবার সকালে ঘুম থেকে দেরিতে উঠায় ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায় তার মা বাবা সে দঁড়ি দিয়ে ঝুলে রয়েছে নিজ বসতঘরের তীরে।