জোহানসবার্গ, ২২ নভেম্বর:
জি–২০ লিডার্স সামিটে যোগ দিতে তিন দিনের দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই তিনি ভারতীয় মূলের টেক উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে নতুন প্রযুক্তি, উদীয়মান খাতে সহযোগিতা এবং ভারত ও প্রবাসী ভারতীয়দের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উদ্যোক্তারা সভায় ফিনটেক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কৃষি, শিক্ষা, হেলথকেয়ার, মেডিক্যাল ডিভাইস সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লেখেন, “জোহানসবার্গে ভারতীয় মূলের টেক উদ্যোক্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছি। তাঁরা বিভিন্ন প্রযুক্তি খাতে তাঁদের কাজের কথা জানিয়েছেন। আমি তাঁদের ভারত সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার এবং আমাদের মানুষের সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছি।”
এক উদ্যোক্তা জানান, তাঁদের হেলথ-টেক ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, টেলি–হেলথ ও ওষুধ পৌঁছে দেওয়ার পরিষেবা দিয়ে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশে স্বাস্থ্য পরিষেবাকে সমর্থন করছে। তিনি বলেন, “আমাদের প্ল্যাটফর্ম মানুষকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করে। আমরা মূলত বেসরকারি স্বাস্থ্য খাতকে সহায়তা করি।”
অন্য এক উদ্যোক্তার বক্তব্য, প্রধানমন্ত্রী তাঁদের জিজ্ঞেস করেন যে তাঁরা ভারতীয়দের জন্য কী করছেন এবং পর্যটন কীভাবে বাড়ানো যেতে পারে। তিনি উল্লেখ করেন, “ইউপিআই পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং এই ক্ষেত্রে ভারত নেতৃত্ব দিচ্ছে।”
আলোচনায় দুই দেশের মধ্যে উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়। কৃষি প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত এক বিশেষজ্ঞ জানান, “শিক্ষা, কৃষি ও কার্বন ফুটপ্রিন্ট বিষয়েও আলোচনা হয়েছে। আমরা কৃষির জন্য একটি কোয়ান্টাম সলিউশন তৈরি করছি। ভারত ও দক্ষিণ আফ্রিকা কীভাবে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা নিয়েও কথা হয়েছে।”
আরও এক অংশগ্রহণকারী জানান, তিনি মিডিয়া, প্রযুক্তি, কৃষি ও শিক্ষাক্ষেত্রে তাঁর কাজের বিবরণ প্রধানমন্ত্রীকে দেন। এক উদ্যোক্তা বলেন, “প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও ব্যক্তিত্ব প্রত্যক্ষ অভিজ্ঞতায় আরও গভীরভাবে উপলব্ধি করলাম। বহু বিষয়ে গভীর আলোচনা হয়েছে।”
আর এক উদ্যোক্তা জানান, প্রধানমন্ত্রী তাঁদের চলমান প্রযুক্তিগত উদ্যোগ এবং সর্বশেষ ট্রেন্ডস নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “এই সব বিষয়ে প্রধানমন্ত্রী মোদির জ্ঞান এতটাই বিস্তৃত ও গভীর যে তিনি প্রত্যেক বিষয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে কথা বলেন।”
জোহানসবার্গ পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদি স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেন। ‘রিদমস অফ অ্যা ইউনাইটেড ইন্ডিয়া’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের ১১টি রাজ্যের লোকনৃত্য পরিবেশিত হয়, যা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে।
জি–২০ নেতাদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

