কৈলাসহর, ২১ নভেম্বর: সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কৈলাসহর মোহনপুর এলাকায়। এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ।
এব্যাপারে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পাল জানান যে, ২১ নভেম্বর শুক্রবার সকাল নয়টা নাগাদ কৈলাসহর মাছ বাজারের ব্যবসায়ীরা কৈলাসহর থানায় ফোন করে জানায় যে, মাছ বাজারের পাশের সব্জি বাজারের পিছনে এক যুবক আত্মহত্যা করেছে। এই খবর শোনেই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় শহরের মোহনপুর এলাকার সুজিত শব্দকর(৩০) ফাঁসিতে ঝুলে রয়েছে। মৃত সুজিত শব্দকর পেশায় ইরিক্সা চালক। মৃত সুজিত শব্দকরের বাড়িতে স্ত্রী এবং চার বছরের এক মেয়ে রয়েছে।
পুলিশ আধিকারিক কিঙ্কর পাল এও জানান যে, মৃত সুজিত শব্দকর প্রতিনিয়ত অত্যাধিক মদ্যপান করতো এবং মদ্যপান করে এলাকায় চিৎকার চেচামেচিও করতো। এমনকি গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়ও সুজিত শব্দকর অত্যাধিক মদ্যপান করে এলাকায় চিৎকার চেচামেচি করায় এলাকাবাসীরা থানায় অভিযোগ করার পর কৈলাসহর থানার পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও বৃহস্পতিবার রাতেই সুজিত শব্দকর থানা থেকে জামিনে মুক্তি পেয়ে যায় বলে জানান পুলিশ আধিকারিক।
মৃত সুজিত শব্দকরের পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায় যে, পুলিশ সুজিত শব্দকরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার কারনে সুজিত সেই অভিমান থেকেই আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে এও জানা যায় যে, সুজিত সাম্প্রতিক কালে মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ সুজিতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

