কদমতলা, ২১ নভেম্বর : উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতের ভিতরগোল ২নং ওয়ার্ড এলাকায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে। স্বামীর বাড়ি থেকে আছমা বেগম নামে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে জনমনে। মৃতার বাপের বাড়ির অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়,মৃত গৃহবধুর নাম আছমা বেগম (২৫) স্বামী সাব উদ্দিন, পিতা হাবিবুর রহমান বাড়ি ভিতরগোল ২নং ওয়ার্ডে। গৃহ বধুর বাবার বাড়ি একই এলাকার ৭নং ওয়ার্ড, পিতা আব্দুল আহাদ। তাদের এক পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে ঝগড়া চলছিল বেশ কিছুদিন ধরে, বিভিন্নবার সালিশি সভা ও এমনকি আদালতেও মামলা চলছে ।
এমতাবস্থায় শুক্রবার সকালে গৃহবধু আছমা বেগম স্বামীর বাড়িতে নিজ ঘরে উড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে স্বামীর পরিবারের দাবি। প্রথমে ঘটনাটি দেখতে পান শাশুড়ি ছালেহা বেগম। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। মৃত গৃহবধুর স্বামীর বাড়ির পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনে মৃত গৃহবধুর ভাই আছাদ উদ্দিন কদমতলা থানায় স্বামী সহ বাড়ির মোট পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অথচ আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে।কদমতলা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মৃতদেহ আত্মীয় পরিজনের হাতে তুলে দেওয়া হবে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোক ও উত্তেজনার ছায়া। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন।

