জোহানেসবার্গে জি-২০ সম্মেলনে যোগ দিতে তিন দিনের দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ নেতাদের সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন। আজই তিনি জোহানেসবার্গে পৌঁছাবেন বলে জানা গেছে।

এটি তাঁর দক্ষিণ আফ্রিকায় চতুর্থ সরকারি সফর। এর আগে ২০১৬ সালে দ্বিপাক্ষিক সফরে তিনি দক্ষিণ আফ্রিকা যান। পরে ২০১৮ এবং ২০২৩ সালে তিনি ব্রিকস সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করেন।

জোহানেসবার্গে অবস্থানরত আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এ বছরের জি-২০ বৈঠকটি পরপর চারবার গ্লোবাল সাউথে আয়োজনের ধারাবাহিকতার অংশ।

এই সম্মেলনে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।