খুমুলুঙে রাতের অন্ধকারে বোমা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা

আগরতলা, ২০ নভেম্বর: খুমুলুঙে রাতের অন্ধকারে বোমা ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বুধবার গভীররাতে দুখিয়া কোবরা এলাকার একটি দোকানের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আচমকা বোমা ফাটিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

দোকান মালিকের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তারপরেও উনার দোকানের সামনে এধরনের ঘটনার উদ্দেশ্য নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও স্থানীয় মথা কর্মীদের অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।