আগরতলা, ২০ নভেম্বর : বৃহস্পতিবার আগরতলা পুরনিগমের মেয়রের উপস্থিতিতে কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। আজ আগরতলা পুর নিগমের বিশেষ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রথমত বৃহত্তর আগরতলার জন্য ড্রাফট প্ল্যান তৈরি করা হয়েছে। মুভিলিটি প্লান অফ আগরতলা সিটি তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলাকে বর্ধিত করে আগামী ২০ বছরে কি কি চাহিদা থাকতে পারে তাকে সামনে রেখে আগরতলাকে বর্ধিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকে টুডার কমিশনার মিহির কান্তি গোপ উপস্থিত ছিলেন।
আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে এবং কি কি প্রয়োজন হতে পারে তাকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এক মাসের সময়সীমা দিয়ে দাবি আপত্তি ও জনগণের মতামত গ্রহণ করা হবে।
এ সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার বলেন, রাজধানী আগরতলা শহরের লোক সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু তুলনা মূলকভাবে রাস্তাঘাট বড় করা যাচ্ছে না। শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে রাজ্যের মানুষ আগরতলাকে ব্যবহার করছেন। স্বাভাবিক কারণে আগরতলা শহরের উপর চাপ বাড়ছে। সে কারণেই আগরতলাকে বর্ধিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এখন থেকেই জায়গা নির্ধারণের কাজ শুরু হয়েছে।
মেয়র বলেন, যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যার নিরসন করতে হবে। পরিশ্রুত পানীয় জলসহ নানা বিষয়ে প্ল্যান তৈরি করা হয়েছে। সাংবাদিকদের অবহিত করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার জানান, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার আগরতলা পৌর নিগমকে ৩৯ কোটি ২৫ লক্ষ টাকা প্রদান করেছে।
আজ কাউন্সিল মিটিংয়ে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে বলে জানান মেয়র। আগরতলা পুর নিগম এলাকার উন্নয়নে রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ মঞ্জুর করায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান ৪৯ টি গাওসভাকে আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত করে বৃহত্তর আগরতলা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

