পশ্চিম চড়কবাইয়ে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

আগরতলা, ২০ নভেম্বর: পশ্চিম চড়কবাই থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টায় বাইখোড়া থানায় খবর আসে যে, পশ্চিম চড়কবাই পশ্চিমপাড়ের এক বাসাবাড়িতে কার্তিক ধর (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে পরিবারের সদস্যরা উনার ঝুলন্ত দেহ নামিয়ে নেন। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বাইখোড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, কার্তিক ধর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক রোগের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য বাইখোড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।