শরিকী সংঘর্ষে ফের রণক্ষেত্র খুমুলুঙ, বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডব

আগরতলা, ২০ নভেম্বর : শরিকী সংঘর্ষে খুমুলুঙে আবারও মাথাচাড়া দিল রাজনৈতিক অস্থিরতা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিপ্রা মথার কয়েকজন কর্মীর বিরুদ্ধে জয় কৃষ্ণ কবরা পাড়ায় বিজেপি কর্মী শহিদ দেববর্মার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও আক্রান্ত পরিবারের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় শহিদ দেববর্মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে একদল দুষ্কৃতী হঠাৎই তার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তারা প্রথমে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং টিভি, ফ্রিজ, ইনভার্টারসহ ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে। শহিদ দেববর্মার স্ত্রী জানান, হামলাকারীদের থামানোর জন্য তিনি অনুনয়-বিনয় করলেও তারা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ভিতরে আরও তাণ্ডব চালায়।

ঘটনার খবর পেয়ে রাধাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে জিরানিয়া মহকুমার এসডিপিও ও পশ্চিম জেলার অতিরিক্ত এসপি হিমাদ্রি দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে টহল শুরু করে। বর্তমানে গোটা অঞ্চলই উত্তেজনায় থমথমে। সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েছে। যে কোনও মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।