দেওছড়ায় সিপিআইএম অঞ্চল সম্পাদকের সবজি ক্ষেত নষ্ট, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ নভেম্বর : পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায় সিপিআইএম-এর অঞ্চল সম্পাদকের ব্যক্তিগত সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁর কৃষিজমিতে প্রবেশ করে তছনছ চালায়। তাঁর দাবি, রাজনৈতিক হিংসার জেরে সবজি ক্ষেত ধবংস করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম-এর অঞ্চল সম্পাদকের বলেন, আজ সকালে সবজিক্ষেতে গিয়ে দেখতে পান ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা লাউ গাছ। অনেক জায়গায় গাছ মাটিসহ উপড়ে ফেলা হয়েছে।

তিনি জানান, ফসল ফলাতে তিনমাস ধরে পরিশ্রম করেছি। প্রায় ২০ হাজার টাকার সবজি নষ্ট হয়ে গেল। এটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিশোধমূলক উদ্দেশ্য থেকেই এই হামলা চালানো হয়েছে।