বিএসএফ-র বড় সাফল্য : ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, যৌথ অভিযানে ধ্বংস ৩ লক্ষ গাঁজা গাছ

আগরতলা, ২০ নভেম্বর: সীমান্ত নিরাপত্তা বাহিনী মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত দু’টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত এআরপুর বিওপি- এর কর্মীরা এদিন ভারতীয় গ্রাম ভবানীপুর সংলগ্ন জঙ্গলে তল্লাশি অভিযান চালান। ওই অভিযানে বিএসএফ জওয়ানরা ৩০,০০০ টি ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ৩ কেজি) উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।

অপর একটি পৃথক যৌথ অভিযানে বিএসএফ, বন দপ্তর এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী সোনামুড়ার ধনীরামপুর গ্রামের অভ্যন্তরীণ এলাকায় ব্যাপক গাঁজা চাষের সন্ধান পায়। সেখানে প্রায় ১০ একর জমি জুড়ে বিস্তৃত ৭টি প্লটে চাষ করা প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) গাঁজা গাছ ধ্বংস করা হয়।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ দমনে বিএসএফ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে নিয়মিতভাবে যৌথ অপারেশন পরিচালনা করা হচ্ছে, যাতে ত্রিপুরার মানুষের সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়।