আগরতলা, ২০ নভেম্বর : আগরতলা-শিলচরগামী ট্রেনের সাথে একটি পণ্যবাহী বোলেরো গাড়ির সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার লংতরাইভ্যালী মহকুমার সিন্ধু কুমার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আগরতলা–শিলচর রুটে অমবাসা–মনু সেকশনে একটি অ-অনুমোদিত রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। রেল কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বন্ধ করতে চেয়েছেন তারা, কিন্তু স্থানীয়দের দ্বারা বাঁধা প্রাপ্ত হয়েছেন। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের কাছে তারা বার কয়েক এ এলাকায় রেল ক্রসিং গেইট নির্মাণের দাবি জানিয়েছে। ঘটনার ক্রসিং গেইট নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় ট্রেনটি সজোরে বোলেরো গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি মনু হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনায় মৃত তিনজন হল যথাক্রমে প্রদেশ দেববর্মা(৫০), সাকুরাই দেববর্মা(২৪), তাদের দুজনের বাড়ি আমপুরা, খোয়াই, অপরজন দিনা দেববর্মা(২৫), তার বাড়ি ফালগুনাপাড়া, কল্যাণপুর খোয়াই এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির নাম্বার টিআর০৬- এ – ১৬১২।
এবিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়, দুপুর প্রায় ১টা ১২ মিনিটে ডিএন -১৫৬৬৩ আগরতলা–শিলচর এক্সপ্রেস যখন ওই সেকশন দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটি মিনি ট্রাক অনুমোদনহীন রেলক্রসিং দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে ট্রেনের ইঞ্জিন মালবাহী গাড়িটিতে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গাড়ির চালকসহ আরও দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে রেল সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণে ট্রেনটির চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও প্রায় ১টা ৩০ মিনিটে মালবাহী গাড়ীটিকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয় এবং ১টা ৩৪ মিনিটে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।
রেল কর্তৃপক্ষের দাবি, ঘটনাস্থলটি একটি অ- অনুমোদিত রেলক্রসিং, যেটি বন্ধ করতে অতীতে বহুবার চেষ্টার পরও স্থানীয়দের বাধার কারণে সফল হওয়া যায়নি। এমনকি গত ৫ অক্টোবর আগরতলা থেকে রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে স্থলটি বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও তারা বাধাপ্রাপ্ত হন।
পূর্বোত্তর সীমান্ত রেলের মুখপাত্র জানিয়েছেন, বারবার সতর্ক করা সত্ত্বেও অবৈধভাবে রেললাইন পারাপার অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে মূল্যবান প্রাণহানি ঘটে। ভারতীয় রেল অ্যাক্ট অনুযায়ী অনুমোদনহীনভাবে রেললাইন পার হওয়া একটি দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।
তবে স্থানীয়দের দাবি, এই এলাকায় রেল ক্রসিং গেইট নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের দাবি মানতে নারাজ। এই এলাকার রেল ক্রসিংটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ, তাই এই এলাকায় একটি বৈধ ক্রসিং লাইন নির্মাণের দাবী জানানো হয়েছিল দীর্ঘদিন ধরেই।

