আগরতলা, ১৬ নভেম্বর: ৮ টাউন বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গঠনের আহ্বানকে সামনে রেখেই এদিনের যুব সম্মেলনের আয়োজন করা হয়।
যুব মোর্চার নেতৃত্ব জানান, দেশের অগ্রগতি ও উন্নয়নে যুবসমাজকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ টাউন বড়দোয়ালীর ওয়ার্ড কর্পোরেটগণ, যুব মোর্চার নেতৃত্বসহ বহু কর্মী সমর্থক।
সমগ্র অনুষ্ঠানজুড়ে আত্মনির্ভর ভারত গঠনে যুবসমাজের ভূমিকা, বিভিন্ন সরকারি প্রকল্প এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

