বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ নভেম্বর : বাংলায় কমিউনিস্টের ফটোকপি তৃণমূল কংগ্রেস। তাঁরা বাংলার মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এবারের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জয়ী করবে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে আয়োজিত যোগদান সভায় এমনটাই দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

তাঁর কটাক্ষ, বাংলার মুখ্যমন্ত্রী জনগণকে কি উপহার দিয়েছেন? তিনি জনগনকে ভাইপো উপহার দিয়েছেন। তিনি শুধু ভাইপোর রোজগারের জন্য আছে, আর বিজেপি এলে বাংলার প্রতিটি যুবক পাবেন রোজগারের সুযোগ। বিপ্লব দেবের দাবি, মানুষ এখন পরিবর্তন চায় এবং আসন্ন নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে জয়ী করবে। তিনি বলেন, একসময় বাংলা ছিল দেশের অন্যতম শক্তিশালী রাজ্য। অন্য রাজ্যের মানুষ এখানে এসে কাজ করত। কিন্তু দীর্ঘদিনের বাম শাসন ও বর্তমান তৃণমূল সরকারের ব্যর্থতায় আজ রাজ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন।

এসআইআর ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন, আইন অনুযায়ী যেখানেই অপরাধ ঘটুক, এসআইআর হবে। এটা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, বরং প্রশাসনিক প্রক্রিয়া। রাজনৈতিক দলের কাজ হল মানুষের পাশে থাকা।