মাটির নিচে লুকিয়েও রাখা অবৈধ বিলেতি মদ উদ্ধার

বিশালগড়, ১৩ নভেম্বর: মাটির নিচে লুকিয়ে রাখলেও শেষ রক্ষা হলো না অবৈধ বিলেতি মদের। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার পুলিশ ও টি.এস.আর বাহিনীর যৌথ অভিযানে অফিসটিলা এলাকার মদ ব্যবসায়ী জীবন শীলের বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার হয়েছে।

জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত অফিসটিলা এলাকার বাসিন্দা জীবন শীল দীর্ঘদিন ধরে বাড়িতে অবৈধভাবে বিলেতি মদ মজুত রেখে ব্যবসা করে আসছিলেন। যদিও এ বিষয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ পৌঁছেছিল, কিন্তু সুনির্দিষ্ট তথ্যের অভাবে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে এদিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তীর নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ ও টি.এস.আর বাহিনী জীবন শীলের বাড়িতে হানা দেয়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে জীবন শীল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুলিশ তার বাড়ির মাটির নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করে।

পরে বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানান, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য পঞ্চাশ হাজার টাকারও বেশি। তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত জীবন শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জীবন শীলের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। স্থানীয় মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।