আগরতলা, ১৩ নভেম্বর: বিজেপি সরকারের বেকার বিরোধী নীতির কারণে রাজ্যের বেকাররা কাজের সন্ধানে বহি:রাজ্যের উদ্দেশ্যে ছুটতে বাধ্য হচ্ছে বলে গুরুত্ব অভিযোগ এনেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বিজেপি জোট সরকারের বেকার বিরোধী নীতির ফলেই আজ বেকারদের এমন অবস্থার মধ্যে পরতে হয়েছে। নেশার রমরমা মারাত্মক বৃদ্ধি হয়েছে বিজেপি জোট সরকারের সময়ে। বেকাররা কাজের জন্য বিদেশে পারি জমাতে হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের এখন থেকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই কাজে অঞ্চল এবং ইউনিট স্তরের নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিওয়াইএফআই ১০ম সেকেরকোট অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা গুলি বলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুন দেব। এদিন সেকেরকোট পূর্ব পাড়ায় আয়োজিত হয় এই সম্মেলন।
সম্মেলন উপলক্ষ্যে গোটা অঞ্চল এলাকায় সংগঠননের পতাকা, ফ্লেক্স, ফেস্টুন দিয়ে সাজানো ছিলো। ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে সম্মেলনকে ঘিরে।সম্মেলনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন অঞ্চল সভাপতি বাবুল দেবনাথ। এছাড়া উপস্থিত নেতৃত্ব ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে গিয়ে যারা শহীদের মৃত্যু বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি। কামাল মিয়া, বাবুল দেবনাথ এবং অঞ্জনা দাসের সভাপতিত্বে শুরু হয় প্রতিনিধি সম্মেলনের কাজ।
সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি অরিন্দম বিশ্বাস। এছাড়াও আলোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, রাজ্য কমিটির সদস্য আবুল হুসেন, প্রমুখ। রাজ্য কমিটির সদস্য খোকন ঘোষ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলনে। সম্মেলন থেকে অঞ্চল এলাকার কাজের সুবিধার্থে একটি অঞ্চলকে ভেঙে দুইটি অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। সেকেরকোট অঞ্চল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছেন তাপস দাস এবং সভাপতি নির্বাচিত হয়েছেন টিটন দাস। ফুলতলি – পান্ডবপুর অঞ্চলের সভাপতি ও সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম এবং কার্তিক দাস।

