ত্রিপুরায় বিভিন্ন স্থানে এনআইএ’র তল্লাশি অভিযান

আগরতলা, ১২ নভেম্বর:
রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে অভিযান চালাচ্ছে এনআইএ। সূত্রের খবর, ২০২৩ সালের অবৈধ প্রবেশ সংক্রান্ত মামলার তদন্তে এনআইএ টিম গত ১০ নভেম্বর ত্রিপুরায় এসেছে। বুধবার তারা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কুমারঘাট, কৈলাসহর এবং উত্তর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।

এদিকে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এই বিষয়ে স্পষ্টিকরণ দেওয়া হয়েছে। এই বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে স্পষ্ট করা হয়েছে যে, এনআইএ দল তাদের পুরনো মামলার তদন্তের অংশ হিসেবেই রাজ্যে এই তল্লাশি অভিযান পরিচালনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই অভিযানে এনআইএ দলকে ত্রিপুরা পুলিশ প্রয়োজনীয় লজিস্টিক ও জনবল সহায়তা প্রদান করেছে। তবে এটি সম্পূর্ণরূপে এনআইএ’র নিজস্ব তদন্ত সংক্রান্ত পদক্ষেপ, এতে রাজ্য পুলিশের কোনো স্বতন্ত্র তদন্ত ভূমিকা নেই।