ধর্মনগর, ১২ নভেম্বর:
লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হলো “ইউনিটি মার্চ – এক ভারত,আত্মনির্ভর ভারত” পদযাত্রা। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। বুধবার সকাল আটটায় সবুজ পতাকা নেড়ে পদযাত্রার শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ,উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ।এছাড়াও পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে রাজ্য কর্মসূচির অঙ্গ হিসেবেই ধর্মনগরে আয়োজিত হয়েছে এই পদযাত্রা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। মন্ত্রী জানান,এই পদযাত্রার মূল লক্ষ্য হলো নেশামুক্ত সমাজ গঠন,স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানো। তিনি সকলের প্রতি আহ্বান জানান,দেশকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকের উচিত স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করা।
পদযাত্রা শেষে জেলা বনদপ্তরের উদ্যোগে ধর্মনগর শিশু উদ্যান সংলগ্ন সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিংকু রায় সহ উপস্থিত অতিথিরা এদিন গাছের চারা রোপণ করেন। জানা গেছে,প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন থেকে এবং শেষ হয় কৃষ্ণপুর সরকারি দ্বাদশমান বিদ্যালয় প্রাঙ্গণে।
———–

