জিরানিয়া মাদককান্ডে এবার মান্তুনু সাহার আমতলী বাইপাস গোডাউনে তল্লাশি চালাল ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ১২ নভেম্বর : জিরানিয়া মাদককান্ডে এবার মান্তুনু সাহার আমতলী বাইপাস গোডাউনে তল্লাশি চালাল ক্রাইম ব্রাঞ্চ।

জিরানিয়ায় রেলের ওয়াগানে ফেনসিডিল উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন মান্তুনু সাহা।

ক্রাইম ব্রাঞ্চ জানতে পেরেছে আমতলী বাইপাস রোডে মান্তুনু সাহার একটি গোডাউন রয়েছে। এই খবরের পরিপ্রেক্ষিতে মান্তনু সাহাকে সঙ্গে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা সেখানে আজ হানা দেন। সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরাগুলো সেখান থেকে খুলে নিয়ে যাওয়া হয় তদন্তের স্বার্থে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মান্তুনু সাহার এই গোডাউনে মাদক সামগ্রী মজুদ রাখা হতো। যদিও ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়ে সেখান থেকে কোন ধরনের মাদক উদ্ধার করতে পারেনি। সেখানে বেশ কিছু রাবার শিট মজুদ রয়েছে। রাবার সিটের অন্তরালেই নেশার রমরমা বাণিজ্য চলতো বলে আশঙ্কা করা হচ্ছে।