আগরতলা, ১২ নভেম্বর:
তক্সাপাড়া ও শিবনগরে গাঁজা বিরোধী অভিযান, প্রায় ৬৫ হাজার গাঁজাগাছ ধ্বংস করল প্রশাসন।
জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত তক্সাপাড়া ও শিবনগর এলাকার খাস জমিতে বৃহৎ পরিসরে গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ২০টি প্লটে মোট প্রায় ৬৫ হাজার গাঁজাগাছ ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করে মেলাঘর থানার পুলিশ বাহিনী। তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ান, পুরুষ ও মহিলা টিএসআর কর্মী এবং বন দপ্তরের কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষ নির্মূলের জন্য এমন অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

