আগরতলা, ১০ নভেম্বর : শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক সাহা পাথর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে রাত্রিকালে কিছুসংখ্যক দুস্কৃতিকারীরা গোবর ছিটিয়ে শিক্ষা কার্যক্রমকে বিঘ্নিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুণ্যের হিসাবে সোমবার সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি কেন্দ্রে এসে এ দৃশ্য দেখে বিষয়টি দেখতে পান। পরে তিনি ঘটনার বিবরণ তার উর্ধতর কর্তৃপক্ষ, স্থানীয় প্রধান ও স্থানীয় নেতাদের জানিয়ে দেন। খবর পেয়ে একে একে এলাকার গণ্যমান্য ও স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়ে অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করেন এবং বিদ্যমান অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন।
জোলাইবাড়ী সি ডি পি ও অফিসের সুপারভাইজার বাপন কর সংবাদমাধ্যমকে জানান, সবাই মিলে শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার ও সুন্দর রাখা হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দর না থাকলে সন্তাননারা লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না। শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানকে রক্ষা করা জরুরি”—এবং এধরনের নষ্ট করার মানসিকতাকে তীব্র নিন্দা করেন।
স্থানীয়রা দাবী করেছেন, দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ আবশ্যক। ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি। এলাকাবাসী আশা করছেন দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

