মুম্বাইয়ে ড্রোন দিয়ে বাড়ির ভিতর দেখার অভিযোগ, এমএমআরডিএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আদিত্য ঠাকরে

মুম্বাই, ৯ নভেম্বর : শিব সেনা নেতা আদিত্য ঠাকরে রবিবার এক এক্স বার্তায় অভিযোগ করেছেন যে, মুম্বাইয়ের বাণ্দ্রা কুরলা কমপ্লেক্স এলাকায় ড্রোন দিয়ে তার বাড়ির ভিতর দেখা হচ্ছিল। এই ঘটনার পর তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে একটি সরকারি সংস্থা এমনভাবে প্রাইভেসি লঙ্ঘন করতে পারে।

আদিত্য ঠাকরে জানান, সকালে তার বাড়ির কাছে একটি ড্রোন উড়ে আসে এবং তারা বাড়ির ভিতর দেখতে পায়। কিন্তু ড্রোনটি তাড়াতাড়ি চলে যায় যখন উপস্থিত ব্যক্তিরা সেটি লক্ষ্য করেন। তিনি এর পরিপ্রেক্ষিতে মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) কর্তৃক দেয়া ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এমএমআরডিএ জানায়, এটি বিকেকে একটি জরিপের অংশ ছিল এবং মুম্বাই পুলিশের অনুমতি ছিল। তবে ঠাকরে ওই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এমন কোন জরিপ থাকে যে, বাড়ির ভিতর ঢুকতে পারে এবং দেখা চাইলেই তাড়াতাড়ি উড়ে চলে যায়?”

আদিত্য ঠাকরে আরও বলেন, “এমন জরিপ কি শুধুমাত্র আমাদের বাড়ির জন্যই হয়েছিল, নাকি পুরো বিকেকে এলাকাতেই ছিল?” এই প্রশ্নের মাধ্যমে তিনি জানান যে, সম্ভবত তার বাড়ি বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে। তিনি আরও বলেন, “এমএমআরডিএর কাজের শম্ভলাগ্রস্ত অবস্থা যেমন মথল (অতল সেতু) প্রকল্প, সেটিও তাদের দুর্নীতির প্রমাণ।”

এছাড়া তিনি পুলিশ অনুমতি পেলেও কেন এলাকাবাসীদের আগে জানানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন। তিনি সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহি দাবি করে বলেন, “এমএমআরডিএ ও পুলিশ যদি প্রকৃত অনুমতি পেয়েও থাকে, তবে কেন সাধারণ মানুষকে অবহিত করা হয়নি?”

আদিত্য ঠাকরে এর মাধ্যমে সরকারের দিক থেকে আরও স্বচ্ছতা এবং তথ্য জানানো প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।