নির্মলা সীতারামন গোহপুরে অসমের প্রথম টেকনিক্যাল ও ভোকেশনাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

গুয়াহাটি, ৮ নভেম্বর : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গোহপুরের ভোলাগুড়িতে অসমের প্রথম টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান “স্বাহিদ কানকলতা বারুয়া স্টেট ইউনিভার্সিটির” ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

৪১৫ কোটি ব্যয়ে নির্মিত এই বিশ্ববিদ্যালয়টি ২৪১ একর জমির উপর প্রতিষ্ঠিত হবে, যার মধ্যে ৭ লক্ষ বর্গফুটের নির্মাণকাজ হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২০০০ শিক্ষার্থীর জন্য একাডেমিক ব্লক, ১২০০ শিক্ষার্থীর জন্য হোস্টেল, আবাসিক কোয়ার্টার, গেস্ট হাউস এবং একটি আধুনিক ছাত্র কেন্দ্র থাকবে।

এই বিশ্ববিদ্যালয়টি অসম সরকারের দক্ষ ও উদ্ভাবনী শক্তি নির্ভর কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, ড্রোন ও নেভিগেশন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, ইন্টারনেট অব থিংস (আইওটি), স্মার্ট সিটি ও স্মার্ট পরিবেশ ব্যবস্থা সম্পর্কিত উন্নত কোর্স প্রদান করা হবে।

এদিন, নির্মলা সীতারামন বলেন, “এটি যুবকদের ভবিষ্যতমুখী সেক্টরে সুযোগ সৃষ্টির একটি বড় পদক্ষেপ এবং অসমকে দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করবে।” এছাড়া, সীতারামন বর্তমানে অসমে দুই দিনের সফরে রয়েছেন।