উন্নত পুলিশি ব্যবস্থার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেব, দায়িত্ব নিয়ে বললেন ঝাড়খণ্ডের প্রথম নারী পুলিশ প্রধান

রাঁচি, ৭ নভেম্বর : ১৯৯৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা তদাশা মিশ্র শুক্রবার ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজ্যের ২৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই পদে আসীন হলেন তিনি। রাঁচির পুলিশ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের পর তদাশা মিশ্র মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কানকে-স্থিত বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি গৃহ, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন।

ওডিশার বাসিন্দা মিশ্র ঝাড়খণ্ডে তাঁর দীর্ঘ পুলিশি কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এডিজি, আইজি, গিরিডি ও বোকারোর পুলিশ সুপার (এসপি) এবং রাঁচির সিটি এসপি হিসেবে তিনি সুনাম অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিশ্র জানান, রাজ্যে পুলিশ উন্নত করাই তাঁর অগ্রাধিকার। তিনি বলেন, রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তদন্তের মানোন্নয়ন, জবাবদিহিতা ও জনগণবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলা হবে মূল লক্ষ্য।

তাঁর কথায়, কার্যকর পুলিশিং নির্ভর করে তদন্তের গুণমানের উপর। তাই তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, দ্রুত ও কার্যকর প্রসিকিউশন নিশ্চিত করা এবং অপরাধীদের বিলম্ব ছাড়াই শাস্তি দেওয়া, এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি পুলিশ বাহিনীর সদস্যদের, বিশেষত নিম্নস্তরের কর্মকর্তাদের প্রতি নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন ও জনগণবান্ধব ভাবমূর্তি রক্ষা করার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, প্রাক্তন ডিজিপি অনুরাগ গুপ্তর স্বেচ্ছা অবসরের পর মিশ্র এই দায়িত্ব গ্রহণ করেন। রাজ্য সরকার তাঁর অবসর অনুমোদন করেছে। ১৯৯০ ব্যাচের আইপিএস কর্মকর্তা গুপ্ত ৫ নভেম্বর অবসর নেন। তিনি ২০২৪ সালের জুলাই থেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলেও ভোট প্রক্রিয়া শেষে তাঁকে পুনর্বহাল করা হয়েছিল।

এই বছরের ফেব্রুয়ারিতে রাজ্য সরকার ডিজিপি নিয়োগের নতুন নীতি প্রণয়ন করে, যার অধীনে অনুরাগ গুপ্তকে দুই বছরের মেয়াদে নিয়মিত ডিজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কেন্দ্র ও ইউপিএসসি ওই নিয়োগে আপত্তি জানায়। সেপ্টেম্বরে গুপ্তকে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই তাঁর পদত্যাগের জল্পনা তীব্র হয়েছিল। তদাশা মিশ্রের দায়িত্ব গ্রহণের সঙ্গে ঝাড়খণ্ডে পুলিশ প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হল।