ইন্দো-বাংলা সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা, বিএসএফ ক্যাম্পে ফেলে যাওয়া স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

কৈলাসহর, ৭ নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তে এক বিরল মানবিক উদাহরণের সাক্ষী রইল দুই দেশ। প্রায় ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া এলাকার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হলেও বিএসএফ ক্যাম্পে ফেলে আসা একটি ব্যাগ দীর্ঘদিন পড়ে ছিল। সেই ব্যাগে ছিল আড়াই ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত জিনিসপত্র। অবশেষে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে সেই ব্যাগটি মালিকদের হাতে ফেরত দিয়েছে বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণে দুই দেশের মধ্যে সম্পর্কের হৃদ্যতার স্মৃতি ফিরিয়ে এনেছে বলেই মনে করা হচ্ছে।

বিএসএফ সুত্রে খবর, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে ভারতের ভূখণ্ডে ত্রিপুরায় প্রবেশ করেন। বিএসএফ ১৭১ নম্বর ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের জওয়ানরা তাঁদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তবে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগ সেখানেই রয়ে যায়। ব্যাগটিতে ছিল প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারসহ কিছু মূল্যবান ও ব্যক্তিগত জিনিসপত্র।

পরবর্তীতে বিএসএফ ওই ব্যাগের বিষয়ে বিজিবিকে জানায় এবং মালিকদের কাছে তা ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর বিজিবি নিশ্চিত হয় যে ব্যাগটি সত্যিই বিষ্ণুপদ গোস্বামী ও তাঁর স্ত্রীর। এরপর বৃহস্পতিবার দুপুরে দম্পতিকে ফুলতলা বিওপি এলাকার বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৫২ নম্বর ব্যাটালিয়নের ফুলতলা বিওপি ও বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ জওয়ানরা বিজিবির উপস্থিতিতে ব্যাগটি দম্পতির হাতে তুলে দেন।

স্থানীয়দের বক্তব্য, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন আন্তরিক পদক্ষেপ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও দুই দেশের সীমান্তে এমন সহযোগিতা অব্যাহত থাকবে।