আমবাসা বাজারে খাদ্য দপ্তরের অভিযান, মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়, দোকান সিল

আমবাসা, ৭ নভেম্বর: আজ আমবাসা বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকদের এক প্রতিনিধিদল হানা দেয় স্থানীয় এক মুদি দোকানে। অভিযানে নেতৃত্ব দেন ডি.সি.এম. দিব্যেন্দু দাস।

জানা গেছে, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তারা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখার সময় রাধেশ্যাম ভান্ডার নামক দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, দোকানে বেশ কয়েকটি বোতল মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রির জন্য তাকেই রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই খাদ্য দপ্তরের আধিকারিকরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। অভিযানের পর দোকানটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এবং কনজিউমার প্রটেকশন অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

অভিযান শেষে ডি.সি.এম. দিব্যেন্দু দাস সাংবাদিকদের জানান, আজ রুটিন অভিযানের সময় রাধেশ্যাম ভান্ডার নামের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় উদ্ধার করা হয়েছে। গ্রাহকদের স্বাস্থ্যের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে যাতে কেউ মেয়াদোত্তীর্ণ বা নকল খাদ্যদ্রব্য বিক্রি না করতে পারে, তার জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতে এমন অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, এই অভিযানের ফলে বাজারে সতর্কতা বেড়েছে এবং দোকানদাররা এখন আরও সচেতন হবেন।