বিহার নির্বাচন ২০২৫ : প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের লড়াই, ১২১ আসনে চলছে ভোটগ্রহণ

পাটনা, ৬ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটে আজ হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা তুঙ্গে। এই দফায় ভোট হচ্ছে রাজ্যের ১২১টি আসনে, যেখানে মুখোমুখি হচ্ছেন রাজনীতির একাধিক বড় নাম।

প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আরজেডি নেতা ও মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব, বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে, জেডিইউ নেতারা শ্রবণ কুমার ও বিজয় কুমার চৌধুরী। শক্তিশালী নেতা হিসেবে পরিচিত আনন্ত সিং এবং তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবও রয়েছেন এই দফার লড়াইয়ে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় মোট ১০.৭২ লক্ষ নতুন ভোটার, যাঁদের মধ্যে ৭.৭৮ লক্ষ তরুণ ভোটার (১৮–১৯ বছর বয়সী)। এই আসনগুলির মোট জনসংখ্যা প্রায় ৬.৬ কোটি। ভোটের আগেই প্রিসাইডিং অফিসাররা ইভিএম ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছেন।

রাঘোপুর আসনে লড়ছেন তেজস্বী যাদব। তিনি ২০১৫ সাল থেকে এই আসন ধরে রেখেছেন। এবারের নির্বাচনে তাঁর মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদব। তিনি ২০২০ সালের ভোটে পরাজিত হয়েছিলেন। তেজ প্রতাপ যাদব, যিনি সম্প্রতি আরজেডি ছেড়ে নতুন দল জনশক্তি জনতা দল গঠন করেছেন, এই আসনে প্রার্থী করেছেন প্রেম কুমার-কে। অন্যদিকে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি-র পক্ষ থেকে এই আসনে প্রার্থী হয়েছেন চঞ্চল সিং, যা রাঘোপুরের নির্বাচনী সমীকরণে নতুন মোড় আনতে পারে। তেজ প্রতাপ নিজে লড়ছেন মহুয়া আসনে।

মুঙ্গের জেলার তারাপুর আসনে মুখোমুখি হয়েছেন উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সম্রাট চৌধুরী, আরজেডির অরুণ কুমার এবং জন সুরাজ পার্টির সন্তোষ কুমার সিং। ২০১০ ও ২০১৫ সালে এই আসন জিতেছিল জেডিইউ। অপর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা লড়ছেন লখিসরাই আসনে, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অমরেশ কুমার এবং জন সুরাজ পার্টির সুরাজ কুমার।

মোখামা আসনে এখন নজর সর্বাধিক। কারণ সম্প্রতি দুলারচন্দ যাদব হত্যাকাণ্ডের পর থেকে এই অঞ্চল উত্তপ্ত হয়ে রয়েছে। এই আসনে মুখোমুখি হয়েছেন জেডিইউ প্রার্থী আনন্ত কুমার সিং। তিনি বর্তমানে সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং অপর প্রার্থী প্রাক্তন সাংসদ সুরজভান সিং-এর স্ত্রী বীনা দেবী।

দরভাঙ্গায় বিজেপির হয়ে লড়ছেন জনপ্রিয় লোকগায়িকা মৈথিলী ঠাকুর। তিনি আরজেডি প্রার্থী ৬৩ বছর বয়সী বিনোদ মিশ্র-র মুখোমুখি লড়ছেন। মাত্র ২৫ বছর বয়সী ঠাকুর এই নির্বাচনের সবচেয়ে তরুণ প্রার্থী। জয়ী হলে তিনি হবেন বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক।

প্রথম দফায় মোট ১২২ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জন সুরাজ পার্টি এই দফায় দিয়েছে ১১৯ জন প্রার্থী। এনডিএ শিবিরে জেডিইউ ৫৭টি, বিজেপি ৪৮টি এবং এলজেপি (রামবিলাস) ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে মহাগঠবন্ধনে আরজেডি ৭৩টি, কংগ্রেস ২৪টি এবং সিপিআই(এমএল) ১৪টি আসনে লড়ছে। কিছু আসনে শরিক দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল তিন দফায়। তখন এনডিএ জোট পেয়েছিল ১২৫টি আসন, আর মহাগঠবন্ধন পেয়েছিল ১১০টি। সেই নির্বাচনে জেডিইউ জিতেছিল ৪৩টি, বিজেপি ৭২টি, আর কংগ্রেস ১৯টি আসন। এবারের প্রথম দফায় কোন দল কতটা জমি পাবে, এখন সেদিকেই তাকিয়ে বিহারবাসী।