আগরতলা, ৩০ অক্টোবর: আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নির্দেশে দুর্গাপূজোর সময় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বই স্টল ভেঙে দেওয়া হয়েছিল। কারণ, হিটলারের মতাদর্শে অনুপ্রাণিত তিনি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব।
এদিন নবারুণ দেব বলেন, ডিওয়াইএফআই- র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আগরতলা ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফআই -এর বই উৎসব। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হবে এই উৎসব। পহেলা নভেম্বর উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত।
আজ সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক জানান, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই বই উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নির্দেশে দুর্গাপূজোর সময় বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বই স্টল ভেঙে দেওয়া নিয়ে। তাঁরা অভিযোগ করেন, বইয়ের পক্ষে যারা দাঁড়ায়, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। অথচ মদ, ড্রাগস, হেরোইন ব্যবসা, তোলাবাজি এবং অনৈতিক কাজের মদত দিচ্ছে আরএসএস ও বিজেপি।
নবারুণ দেব এবং পলাশ ভৌমিক বলেন, মেয়র ও বিজেপি সরকার বই নয়, বরং সমাজবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং বই ও সংস্কৃতির পক্ষে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

