নতুন দিল্লি, ২৮ অক্টোবর : দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩ (T3)-এ মঙ্গলবার দুপুরে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে, যা একটি এয়ার ইন্ডিয়া বিমান থেকে কয়েক মিটার দূরে পার্ক করা ছিল।
এয়ার ইন্ডিয়া স্যাটস, একটি তৃতীয়-পক্ষ সেবা প্রদানকারী সংস্থা, যার মাধ্যমে এয়ার ইন্ডিয়ার মাটির সেবা পরিচালিত হয়, বাসটি চালাতো। এই অগ্নিকাণ্ড ঘটেছে বায় নং ৩২ এর কাছে, তবে বাসের ভিতরে কোনো যাত্রী ছিল না। এই মুহূর্তে কোনো আহতের খবর পাওয়া যায়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে যে, বাসটি আগুনে পুড়ে যাচ্ছে এবং দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়া স্যাটস বিমানবন্দর সেবা সংস্থার মাধ্যমে বহু এয়ারলাইন্সের জন্য গ্রাউন্ড সার্ভিস প্রদান করে থাকে।

