গন্ডাছড়ায় দারিদ্র্যের তাড়নায় শিশু বিক্রির ঘটনায় প্রদেশ কংগ্রেসের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ অক্টোবর:
গন্ডাছড়ার লক্ষ্মীপুর ভিলেজে দারিদ্র্যের কারণে শিশু বিক্রির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা ত্রিপুরা রাজ্যের প্রশাসন ও সরকারে তীব্র প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। এক বিবৃতিতে এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস।

বিবৃতিতে লেখা হয়, স্থানীয় সূত্রে জানা গেছে, হলুদজারি গ্রামের সূর্য মোহন চাকমা দিনমজুরি করে সংসার চালাচ্ছিলেন। দারিদ্র্যতার কারণে তার এক সন্তান অনাহারে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। বর্তমানে কাজের অভাবে পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকুচিত। অক্টোবরের প্রথম সপ্তাহে সূর্য চাকমার স্ত্রী আবার একটি কন্যাসন্তান জন্ম দেন। শিশুটিকে প্রয়োজনীয় দুধ ও ওষুধ দেওয়া সম্ভব হয়নি, মা’এর বুকের দুধও শুকিয়ে গিয়েছে।

এই অবস্থায়, পাশের গ্রামের বিজেপি নেতা ও শিক্ষক চরণ সিং চাকমা গত ৭ অক্টোবর শিশুটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেন। সংসারের দৈন্যতা ও শিশুটির বাঁচার কথা ভেবেই সূর্য মোহন চাকমা দশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করতে বাধ্য হন।

প্রদেশ কংগ্রেস কমিটি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, “ত্রিপল ইঞ্জিনের সরকার শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি কোনও সহমর্মিতা প্রদর্শন করছে না। রেগার কাজ বন্ধ, সরকারি প্রকল্পে দরিদ্র মানুষের অংশগ্রহণ নেই, এবং সরকার ও দলের নেতারা নিজেদের আর্থিক স্বার্থে ব্যস্ত।”

কমিটি প্রশাসনের কাছে দাবি করেছে, শিশুকন্যাটিকে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং শিশু রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি গ্রামে রেগা প্রকল্প, সরকারি কর্মসংস্থান ও অন্যান্য সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, “গন্ডাছড়ার শিশু বিক্রির মতো ঘটনা আর কখনও যেন ঘটতে না পারে, সেজন্য সরকার এবং প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”