আগরতলা, ২৫ অক্টোবর : কমলপুরের ঘটনায় আহতদের শারীরিক খোঁজখবর নিতে জিবি হাসপাতালে গেলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন।
পরবর্তী সময়ে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আমি বিডিও অভিজিৎ মজুমদারের সঙ্গে গত বছর থেকে পরিচিত। তিনি অত্যন্ত কর্তব্যনিষ্ঠ একজন কর্মকর্তা, যিনি গত বছর ত্রিপুরায় বন্যার সময় অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাকে সঙ্গে নিয়ে পাহাড়ি এবং সংযোগ বিচ্ছিন্ন উপজাতি এলাকায় অনেক কিলোমিটার হেঁটেছি।
প্রদ্যোত আরও বলেন, তিনি হাসপাতালে থাকাকালীন ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং তার বড় ভাইয়ের সঙ্গেও দেখা করেছেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
তাঁর কথায়, যখন মানুষ সহিংসতার আশ্রয় নেয়, তখন সমগ্র রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়। আমি সব ধরনের সহিংসতা সম্পূর্ণরূপে নিন্দা জানাই।

