শান্তিরবাজারের ঘটনা বিজেপির অন্ত:কোন্দলের প্রতিচ্ছবি, রাজনৈতিক লাভালাভের স্বার্থে আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে একাংশ: সুদীপ

আগরতলা, ২৪ অক্টোবর:
শান্তির বাজারের ঘটনা বিজেপির অন্ত:কোন্দলের প্রতিচ্ছবি। বর্তমানকে কালিমালিপ্ত করার জন্যই প্রাক্তনের চেষ্টা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে এটাই স্পষ্ট। একটা অংশের মানুষ রাজনৈতিক লাভালাভের স্বার্থে ৮০ – র পরিস্থিতি রাজ্যে ফিরিয়ে আনতে চাইছে। আজ শান্তিরবাজারের ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে জিবি হাসপাতালে একথা বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি বলেন, শান্তিরবাজারের ঘটনায় আহত বিডিও, ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। পুলিশের সামনে যে ধরনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। বাঙালি বলেই তাদের উপর আক্রমণ করা হয়েছে। রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে শান্তির বাজারের ঘটনায় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরো বলেন, একটা শ্রেণীর মানুষ রাজনৈতিক লাভা লাভের স্বার্থে রাজ্যে ৮০ – র পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে। বনধের আহ্বায়ক সহ হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবী জানিয়েছেন কংগ্রেস বিধায়ক। এভাবে চলতে দেওয়া যায় না, এই ঘটনাগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানান বিধায়ক।

এদিকে বিজেপির বিরুদ্ধে তিনি অন্ত:কলহের অভিযোগ তোলেন। বিধায়কের দাবি, দলীয় অন্তঃকলহের জেরেই এই ঘটনা সংঘটিত করা হয়েছে। বর্তমানকে কালিমালিপ্ত করার জন্য প্রাক্তনের এহেন পদক্ষেপ বলেও কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক।

তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্যই তিনি দায়িত্বে রয়েছেন। তাই প্রশাসনের সামনে সাধারণ মানুষ মার খাচ্ছেন, তাদের জীবন সম্পত্তিহানি হচ্ছে তা মেনে নেওয়া যায় না। গোটা ঘটনা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই পুলিশকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেন তিনি। বিধায়কের কথায়,”পুলিশকে ফ্রি হ্যান্ড দিন, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারলেই রাজ্যের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে”। ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধায়ক। পাশাপাশি যাদের সম্পত্তিহানি হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।