বিহারে শুরু হলো এনডিএ’র নির্বাচনী প্রচার, করপূরী ঠাকুরকে অঞ্জলি প্রধানমন্ত্রীর

পাটনা, ২৪ অক্টোবর : বিহারে প্রথম ধাপের বিধানসভা নির্বাচনের জন্য আজ এনডিএ ও গ্র্যান্ড আলায়েন্স উভয়ের তারকা প্রার্থীরা একাধিক জনসভায় বক্তব্য দিচ্ছেন। আজ সমস্তিপুরে এক নির্বাচনী সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে জাতীয় জনতা দলের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন। সভায় তিনি সমাজতান্ত্রিক জননায়ক করপূরী ঠাকুর স্মৃতিচারণ করেন এবং রাজ্যের সর্বত্র উন্নয়ন ও সামাজিক ন্যায় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

দুধপুরা হেলিপ্যাড গ্রাউন্ডে জনসভায় মোদি করপূরী ঠাকুরকে দেশের অমূল্য রত্ন হিসেবে অভিহিত করে বলেন, স্বাধীন ভারতের সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় এবং দরিদ্র ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে নতুন সুযোগের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান অমুল্য। দিনের শুরুতে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মস্থান করপূরী গ্রাম পুষ্পমাল্য অর্পণ করেন।

সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারএবং কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি। মোদি পরে বেগুসরায়ে আরও একটি জনসভায় বক্তব্য দেবেন। একই দিনে বিজেপির তারকা প্রচারক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসিওয়ান ও বক্সার জেলায় জনসভায় বক্তব্য রাখবেন, আর সিনিয়র বিজেপি নেতা ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গোপালগঞ্জে এনডিএ’র সমর্থনে জনসভা করবেন।

এদিকে, গ্র্যান্ড আলায়েন্সের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও আরজেডি নেতা তেজস্বী যাদব পাটনায় সাংবাদিকদের জানান, রাজ্যে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা হবে এবং বেকার সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।