আগরতলা, ২০ অক্টোবর: গতকাল রাতে কর্ণেল চৌমুহনী এলাকায় ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন দুইজন ব্যক্তি
প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী, দ্রুত গতিতে চলা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িগুলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা দুই ব্যক্তি অল্পবিস্তর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসপাতালে নিয়ে যান।

