ত্রিপুরা ক্রিকেট দলের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ২০ অক্টোবর: দীপাবলির উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ সময় তিনি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সৌজন্য সাক্ষাতে সাংসদ দেব খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান, তাদের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন এবং উৎসাহ জোগান।