রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি: ‘অপারেশন সিঁদুর’ কেবল ট্রেলার, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি ব্রহ্মোসের আওতায়

লখনউ, ১৮ অক্টোবর: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল শুধু একটি ট্রেলার, প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। লখনউতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিটে তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি আমাদের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।”

তিনি বলেন, “‘অপারেশন সিঁদুর’ প্রমাণ করেছে যে জয় আমাদের কাছে এখন একটি অভ্যাসে পরিণত হয়েছে। সেটি একটি মোড় ঘোরানো মুহূর্ত ছিল, যেখানে ভারতের প্রতিরক্ষা শক্তির প্রকৃত প্রতিফলন দেখা গিয়েছে।”

পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “যদি ভারত পাকিস্তানকে জন্ম দিতে পারে, তাহলে প্রয়োজনে কী করতে পারে, তা আমি না বললেও আপনারা বুঝতে পারছেন।”

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “ব্রহ্মোস এখন শুধু একটি অস্ত্র নয়, বরং ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক। এটি গতি, নির্ভুলতা ও শক্তির এক অসাধারণ সমন্বয়। ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার মেরুদণ্ডে পরিণত হয়েছে এটি।”

তিনি লখনউকে প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার প্রশংসা করেন এবং বলেন, “কয়েক বছর আগেও কেউ ভাবতে পারেনি যে দেশের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলি লখনউতে তৈরি হবে। কিন্তু আজ তা বাস্তব।”

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার ডাক দিয়ে রাজনাথ সিং বলেন, “দেশীয় ক্ষুদ্র শিল্পগুলিকে শক্তিশালী করতে হবে, যাতে স্পেয়ার পার্টসের জন্য আমাদের আর বিদেশের উপর নির্ভর করতে না হয়।”

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, লখনউয়ের সারোজিনী নগরে ব্রহ্মোস অ্যারোস্পেস-এর নতুন ইন্টিগ্রেশন ও টেস্ট ফ্যাসিলিটিতে প্রথম ব্যাচের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎপাদিত হয়েছে। এটি উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, মন্ত্রী নন্দ গোপাল গুপ্ত নন্দী সহ একাধিক শীর্ষ আধিকারিক।