নয়াদিল্লি, ১৮ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের স্বনির্ভর ভারত চুপ করে বসে থাকে না, বরং অপারেশন সিঁদুর, সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ারস্ট্রাইকের মতো উপযুক্ত জবাব দিতে সক্ষম। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের প্রতিরক্ষা সক্ষমতার বাস্তব উদাহরণ, যেখানে এপ্রিলে পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে নির্ভুল আঘাত হানার মাধ্যমে শতাধিক জঙ্গিকে নিধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের আগে ভারতের সামনে সন্ত্রাসবাদ, নারী সুরক্ষা ও নীতিগত অচলাবস্থার মতো বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু গত ১১ বছরে দেশ এই সমস্ত বাধা অতিক্রম করেছে এবং একটি আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী রূপে আত্মপ্রকাশ করেছে। তিনি জানান, “স্বনির্ভর ভারত এখন শুধু প্রতিরক্ষায় নয়, অর্থনীতিতেও বিশ্বের সামনে এক শক্তিশালী উদাহরণ তৈরি করেছে।”
কোভিড-১৯ অতিমারির সময় যখন বিশ্বের বহু দেশ ভারতের ভবিষ্যত নিয়ে সন্দিহান ছিল, তখন ভারত সকলকে ভুল প্রমাণ করে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মোদি। এরপর ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটের মধ্যেও ভারত গড়ে ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি ধরে রেখেছে, যা এক বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত অর্থবছরে ভারতের কৃষিপণ্য রপ্তানির পরিমাণ ছিল ৪.৮ লক্ষ কোটি টাকা। পাশাপাশি তিনি জানান, ১৭ বছর পর আন্তর্জাতিক সংস্থা এস অ্যান্ড পি ভারতের ক্রেডিট রেটিং বাড়িয়েছে এবং গুগল ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১৫ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারতের সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে এসেছেন, যা প্রমাণ করে বিশ্ব আজ ভারতকে দায়িত্ববান অংশীদার হিসেবে দেখে। মোদি বলেন, “বিশ্ব বিনিয়োগের একটি স্নায়ুকেন্দ্রে পরিণত হচ্ছে ভারত। অনিশ্চয়তার প্রান্তেই নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতের জন্য।”

