আগরতলা, ১৪ অক্টোবর:
দিনদুপুরে চোরের হানা চেবরীতে। মাত্র কয়েক ঘন্টার জন্যে ঘর ফাঁকা পেয়ে দিনদুপুরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করল চোর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। রীতিমত চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে খোয়াই শহর জুড়ে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে চলেছে। তারপর বিভিন্ন স্কুলের মধ্যে চোরের দল চুরির ঘটনা সংগঠিত করে এখন গ্রাম এলাকাগুলো তো শুরু হয়েছে ছুরি ঘটনা। আজ দুপুরে চেবরী বাজার সংলগ্ন এলাকায় সঞ্জয় রায় ও তার স্ত্রী সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘর থেকে বেরিয়ে যান। যথারীতি দুপুর প্রায় দুটো নাগাদ ঘরে এসে দেখতে পান ঘরের যাবতীয় আসবাবপত্র তছনছ করে গেছে চোরের দল। প্রাথমিকভাবে লক্ষ করা যায়, তার বাড়ি থেকে দুইটি স্বর্ণের বালা এবং প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে চেবরী এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

