বিশ্রামগঞ্জে চুরির হিড়িক, পদ্মনগর ভিলেজ থেকে উধাও চার লক্ষ টাকার রয়েল এনফিল্ড বাইক

বিশ্রামগঞ্জ, ১৪ অক্টোবরঃ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর ভিলেজের ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ আদিবাসী কলোনি এলাকায় ফের চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এই এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। সর্বশেষ ঘটনায় চোরের দল ঘরের দরজা ভেঙে নিয়ে গেছে এক ৫০০ সিসি রয়েল এনফিল্ড মোটরবাইক (নম্বর টিআর ০১_জেড_৮৪০০), যার বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা।

চুরির শিকার সিপাহীজলা এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর অফিসের অধীনস্থ এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিনোদ দেববর্মা। তিনি জানান, ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর গভীর রাতে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের দরজা ভাঙা এবং বাইকটি উধাও। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

বিনোদ দেববর্মা পরে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্তও করে। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও চুরি হওয়া বাইকের কোনো খোঁজ মেলেনি।

মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইকের মালিকের ভাই অসিত দেববর্মা জানান, এই এলাকায় চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছু বখাটে যুবক ও নেশাগ্রস্তদের দৌরাত্ম্যে মানুষ আজ নিরাপত্তাহীন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত চোরদের গ্রেপ্তার করে চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয় এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়।