আগরতলা, ১৪ অক্টোবর : চারদিন ধরে নিখোঁজ থাকার পর আমতলী নওয়াবাদী কালীটিলার জঙ্গল থেকে বিশাখা সরকারের(৩১) মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ মহিলার সহকর্মী লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধে, যদিও সে পলাতক বলে খবর। অভিযোগ সামান্য টাকার জন্য তাকে বেঁধে মারধর করা হয়েছিল, তারপর থেকেই নিখোঁজ ওই মহিলা। ঘটনাটি ঘটেছিল বোধজংনগর থানা এলাকায়।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে আরকে নগর এলাকার কালীটিলা এলাকার শ্রমজীবী মহিলা কর্মী বিশাখা সরকার(৩২) কে বাড়ি থেকে নিয়ে গিয়ে এলাকায়ই লক্ষ্মী বিশ্বাস মালিকের বাড়িতে যান। সেখানে হাত পা বেঁধে মারধর করা হয় তাকে। এরপর থেকে বিশাখা সরকারের খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করেও পরিবারের লোকজন এবং এলাকাবাসী বিশাখা সরকারকে উদ্ধার করতে পারেনি । পরিবারের লোকজন বাধ্য হয়ে আরকে নগর থানায় ঘটনার বিবরণ লিখে অভিযোগ দায়ের করে। এরপর গত তিনদিন চলে গেলেও নিখোঁজ মহিলার উদ্ধার হয়নি। অভিযোগ, কাজের প্রাপ্য ১৫০০ টাকা থেকে নিয়ে যায় কিন্তু সে টাকা বিশাখা সরকারকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এই টাকা ফিরিয়ে দিতে বলায় মহিলার উপর দৈহিক আক্রমণ ও অপহরন করা হয়। এ ঘটনা এলাকার সকলেই জানতে পারেন। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখতে মহিলা তার স্বামী সহ পলাতক।
আজকে বিকেলে জানা যায়, আরকে নগর এলাকার কালীটিলার জঙ্গলে একটি গাছে নিখোঁজ মহিলা বিশাখা সরকারের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। সাথ সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ তাকে খুন করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

