আগরতলা, ১৪ অক্টোবর : জনবহুল এলাকা থেকে নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক টিম।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকায় জঙ্গল পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা এই নরকঙ্কালটিকে
জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ছুটে আসে ফরেনসিক টিম, তারাও ওই নরকঙ্কালটির পরীক্ষা নিরীক্ষা শুরু করে।
ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, কঙ্কালটি একটি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর নেই। আরো আশ্চর্যজনক বিষয় হল, প্রধান রাস্তা থেকে প্রায় ১০০ মিটার ভেতর থেকে এই নরকঙ্কালটি উদ্ধার হয়েছে। কিন্তু তারপরেও মৃতদেহ পচনের কোনো গন্ধ এদিন পাননি এলাকাবাসীরা। ফলে এই নরকঙ্কালটি কতদিন ধরে এখানে রয়েছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ফরেনসিক রিপোর্ট পাওয়া মাত্রই কঙ্কালের পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

