নয়াদিল্লি, ১৪ অক্টোবর: আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যে অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, ইন্টারনেটভিত্তিক যেকোনো ওয়েবসাইটে, যার মধ্যে সোশ্যাল মিডিয়াও অন্তর্ভুক্ত, প্রি-সার্টিফিকেশন ছাড়া কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি-র কাছ থেকে প্রাক-প্রত্যয়ন না পেলে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এই কমিটিগুলি জেলা ও রাজ্য স্তরে গঠিত হয়েছে এবং নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী কাজ করবে।
কমিশন আরও জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ার প্রভাব বিবেচনায় রেখে, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের তাদের প্রামাণিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।
এছাড়া, সমস্ত রাজনৈতিক দলকে জানানো হয়েছে যে, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া মারফত প্রচারে যে ব্যয় হবে, তার বিস্তারিত হিসাব ভোটগ্রহণ শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে।
নির্বাচনী নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

