পতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ অক্টোবর : আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়। কারণ, তাঁরা বর্বর। আজ পতিছড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত পার্টি অফিস পরিদর্শনে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলপন, গতকাল সিপিআইএম ৩৮তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দলীয়ভাবে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পতিছড়িতেও তেমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই সময়েই বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা সেখানে চড়াও হয় বলে দাবি করেন তিনি।

শ্রী চৌধুরী বলেন, ১৯৮৮ সালে জোট সরকারের আমলে ফ্যাসিস্ট সন্ত্রাসে প্রাণ দিয়েছিলেন ১৩ জন শহীদ। সেই সময় রাজ্যে বিজেপি বলে কিছু ছিল না। তাহলে আজ বিজেপি যখন সরকারে তখন কেন শহীদান দিবসে হামলা চালানো হলো? এর পেছনে উদ্দেশ্য কী প্রশ্ন তোলেন তিনি।

এদিন তিনি কেন্দ্রীয় বিজেপি সরকার ও আরএসএস-এর বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ শানান। তাঁর কথায়, আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দিতে চায়। কারণ ওরা বর্বর। ইতিহাস মুছে দিয়ে নিজেদের মতো করে দেশের অতীত সাজাতে চাইছে।